তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা…

Spread the love

প্রতিদিন সকালবেলা নিউজফিডে আর টুইটার হোমে ঘুরে বেড়ানো আমার অভ্যাস। টুইটারে যে বিষয়গুলো চোখে পড়ে এবং নজরে রাখার ইচ্ছে হয় সেগুলো রিটুইট করে রাখি। আর নিউজফিডে লাইক যাতে পরে খেয়াল করতে পারি।
আর কিছু সাইটে সাবস্ক্রাইব করে রেখেছি। সেখান থেকেও কিছু খোঁজ খবর পেয়ে যাই।

তবে, আজকে সকালে যে ধরাটা খেয়েছি সেটা একেবারে অসাধারণ, তব্দা খাওয়ার মতোই।
সচরাচর অনেক সাইটে অনেক নিউজ দেওয়া হয় যেখানে কোলাজ করে অনেক লোকের ছবি থাকে। এটি এমন কোন ব্যতিক্রমী ঘটনাও নয়।
আমাদের ছোটবেলায় সিক্স মিলিয়ন ডলার ম্যান নামে একটা টিভি সিরিজ ছিল। তারপর বড় বেলায় দেখেছি মিলিয়ন ডলার ওয়েবসাইট। মিলিয়ন ডলার ওয়েবসাইটে এক মিলিয়ন পিক্সেলের একটা ছবি আছে। সেটির এক পিক্সেল এক ডলারে বিক্রি হয়েছে। ২৮১৬ জন ব্যক্তি/প্রতিষ্ঠান মিলিয়ন ডলারের বেশি টাকায় ঐ পিক্সেলগুলো কিনে নিয়েছেন। তবে, শেষ পর্যন্ত ৯৯০,০০০ পিক্সেল বিক্রি করে ক্ষ্যামা দ্যান এর উদ্ভাবক।  আমার উদ্ভাবনী সিরিজে এ বিষয়ে একটি লেখা আগে লিখেছি

তবে, আজকের ছবিটা দেখে ভ্যাবাচাকা খেয়েছি পুরো খবরটা পড়ার পর।

ছবিটা আগে দেখা যাক।


খুবই শাদামাটা একটা ছবি। ১৫টি মুখশ্রীর ছবি। ভালমতো খেয়াল করলে বোঝা যাবে ওরা সবাই একই দেশীয় নয়। বর্ণের বৈচিত্র আছে, চেহারার ছাঁচেরও। এটুক পর্যন্ত ঠিক আছে।
ঝামেলা অন্য জায়গায়। এই ছবির কোন মানুষই আসলে বিরাজ করে না!!!
সত্যি। এই মানুষগুলো নাই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এই ছবিগুরো জেনারেট করা হয়েছে!!!
এআই কতোটা এগিয়েছে এটি তার একটা প্রমাণ। এনভিডিয়া-র ল্যাবে এই ছবিগুলোর জন্ম।
এনভিডিয়ার রিলিজ করা এই ছবিগুলো দেখে এআই সমালোচক-প্রেমিকরা সবারই মোটামুটি চক্ষু চড়কগাছ হয়ে গেছে। বলে না দিলে বোঝা মুশ্কিল এই ছবিগুলো আসলেই ফেইক!

গবেষকরা জিএএন (Generative Adversarial Networks) নামের একটা প্রযুক্তির, তেমন আহামরি গোছের কিছু নয়, সঙ্গে এআই স্টাইল ট্রান্সফারকে সমন্বয় করে এ ঘটনা ঘটিয়ে ফেলেছে।

এর প্রভাব কী হবে, কী ধরণের কাজে এর প্রকাশ আমরা দেখবো সেটা নিয়ে অবশ্য এখনই চিন্তিত হওয়ার দরকার নাই। কারণ এনভিডিয়া এই কাজের জন্য যে গ্রাফিক্স সিস্টেম ব্যবহার করেছে সেটির দাম কয়েক লক্ষ ডলার! কাজে হরেদরে এখনই এমন কিছু পাওয়া যাবে না।

 

One Reply to “তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা…”

  1. This design is spectacular! You obviously know
    how to keep a reader amused. Between your wit and your videos, I
    was almost moved to start my own blog (well, almost…HaHa!) Great job.
    I really enjoyed what you had to say, and more than that, how you presented it.
    Too cool!

Leave a Reply