Income is Development
Income is Development
আমাদের ব্লকচেইন জার্নির পরবর্তী আয়োজন ডিফাই (DeFi) বা ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স নিয়ে। আমার ধারণা এটি অনেক পুরোনো একটা কনসেপ্ট, ব্যাংক বা ট্র্যাডিশনাল ফিন্যান্সের অনেক আগে। সেখানে কী হতো, কারও কিছু নগদ টাকার দরকার হলে সে তার কোন সম্পদ একজনের কাছে বন্ধক রেখে টাকাটা নিতো। পরে টাকাটা কিছু সার্ভিস চার্জসহ ফেরত দিয়ে দিতো। কোন চুক্তি বা ইনস্ট্রুমেন্টের দরকার হতো না। ঝামেলা এড়ানোর জন্য এই সব ক্ষেত্রে টাকা নেওয়া বা দেওয়ার সময় তৃতীয় ব্যক্তিকে সামনে রাখা হতো। তাহলে কমপক্ষে তিনজনের কাছে একই তথ্য থাকতো। এখন যদি টাকা দেওয়ার লোক বেশি থাকতো, তাহলে গ্রাহক তার কাছ থেকেই সেবাটা নিতো যে কিনা একটু বাড়তি সেবা দিতো। ডিফাই মনে হয় সেরকম একটা কিছু যেখানে এই লেনদেনের তথ্য ডিস্ট্রিবিউটেড লেজারে বা ব্লকচেইনে থাকে।
এই কনসেপ্টকে ঘিরে এখন নতুন নতুন বানিজ্য উদ্যোগের সৃষ্টি হচ্ছে।
আমাদের নিজেদের একান্ত তারিখ আদনান মুন এই বছরের শুরু থেকে তার একটি স্টার্টআপে এই নিয়ে কাজ করছে। মাস দেড়েক আগে তার এই উদ্যোগ নিয়ে আমি লিখেছি।
মুন আমাদের ডিফাই সেশনের মূল বক্তা।
Title :
Decentralised Finance – Building Blocks for the Internet of Money
Speaker :
Tarik Adnan Moon
Moderator:
Dr Niaz Chowdhury
Researcher, Open University UK,
Author, Inside Blockchain, Bitcoin, and Cryptocurrencies
Date : 24 October, Sunday
Time 10 pm onward