সহজেই জাদু বর্গ

Spread the love

 

জাদুবর্গ বানানোর একটা সহজ বুদ্ধি আছে। একটি ৩ বাই ৩ জাদু বর্গ বানানোর পদ্ধতিটা এখানে দেখিয়ে দিচ্ছি। মনে আছে তো এটা জাদুবর্গ হলো এর আড়াআড়ি, পাশাপাশি, উপরনিচে বা কোনাকুনি সংখ্যাগুলোর যোগফল একই হয়। যেমন ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা দিয়ে যদি ৩×৩ একটা জাদুবর্গ বানান হয় তাহলে সেটার সবদিকের যোগফল হবে ১৫।

এবার দেখা যাক কীভাবে সহজে এটা বানানো যায়। প্রথমে তিনটি সারিতে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেললাম। নিচের মতো করে।

চিত্র-১

এবার আমি সংখ্যাগুরোকে কোনাকুনি রেখে, কয়েকটি কোনাকুনি রেখা টেনে দিচ্ছি।  ২ নম্বর চিত্রটি দেখুন।

এবার চিত্রে-৩ এর মতো করে অন্যদিকেও কোনাকুনি রেখা আঁকলাম।

ভালমতো খেয়াল করলে আমি এখন একটি বর্গ দেখতে পাবো ৩ নং ছবিতে। লাল-কালি দিয়ে ৩×৩ বর্গটা চিহ্নিত করে দিয়েছি।

দেখা যাবে এই বর্গের চারটি ঘর ফাঁকা। আবার মোট চারটি অঙ্ক এই বর্গের বাইরে আছে। এখন আমাদের কাজ হবে বাইরের অঙ্কগুলোকে যে দিকে আছে তার উল্টোদিকের ফাঁকাঘরে বসানো। প্রথমে দুটো দুটো করে এখানে দেখালাম।

 

এখন যদি বাইরের অঙ্কগুলো মুছে দেই? তাহলে এটি হবে এরকম

এটাই আমাদের উদ্দিষ্ট জাদুবর্গ। চারপাশের বাড়তি দাগগুলো মুছে দেই।

এবার একটু ঘুরিয়ে বসালেই আমরা ডান!

এভাবে একটা জাদুবর্গ বানানো সোজাই বলা যায়।

পুরো প্রসেসটা আমার টিকটকে আমি দেখিয়েছি। দেখা যাক

 

 

 

হ্যাপি টিকটকিং

 

2 Replies to “সহজেই জাদু বর্গ”

Leave a Reply