একযাত্রায় মাত্র সোয়া লক্ষ টাকা ট্যাক্সি ভাড়া!!!
এই পৃথিবীতে কতো অদ্ভুদ ঘটনা ঘটে।
এই যে, একজন আমেরিকান, কেনেথ বেকম্যান রাত্রে বেলায় বাসায় যাওয়ার জন্য একটা ট্যাক্সি ডাকেন উবারে। তার বাসা হলো নিউ জার্সিতে। এটা এমন কোন ঘটনা নয়, কারণ উবারেই তার বেশি চলাফেরা। তবে, সেদিন উবার ডাকার সময় তিনি তার বাসা থেকে মাত্র ৩০০ মাইল দূরে পশ্চিম ভার্জিনিয়ার শহর মরগ্যানটাউনে ছিলেন।
আকন্ঠ পান করার ফলে তার আসলে সেন্সও ছিল না তিনি কি করছেন। গাড়িতে ওঠার পর তার তেমন কিছু মনেও নেই। উনি একটু একটু প্রকৃতস্থ হোন যখন কোন এক লোক তাকে বলতে থাকে যে তারা আর এক ঘন্টার মধ্যে নিউ জার্সিতে পৌঁছাবেন।
তখন তার হুশ হয়।
গুগল ম্যাপ বলছে যেখান থেকে সে উঠেছে সেখান থেকে তার বাসা ৩০০ মাইলের বেশি দূরত্বে এবং গাড়িতে তার প্রায় সাড়ে পাঁচঘন্টা লেগেছে। হুশ ফেরার পর তার তেমন কিছু করার ছিল না। তাকে পেমেন্ট করতে হয়েছে মাত্র ১৬৩৫.৯৩ ডলার য কিনা আমাদের টাকায় সোয়া লক্ষ টাকা!!!
কেনেথ উবারে একটা অভিযোগও করেছে কিন্তু তার অভিযোগ ধোপে টেকে নাই। কারণ যে যা চেয়েছে উবার ড্রাইভার তাই করেছে।
তো, বলছিলাম কি, পানের পর হাতের কাছে স্মার্টফোন না রাখাই ভাল।