প্লে নাইস বাট উইন-৩: মেলা যখন ডিজনীল্যান্ডের সমতূল্য
আগের পর্ব – প্লে নাইস বাট উইন-২: প্ল্যান করে খেলতে হবে জুন ১৯৮২ সালে হিউস্টন হয়ে গেল ন্যাশনাল কম্পিউটার কনফারেন্সের ভ্যেনু। মাইকেল ডেলের আনন্দ দেখে কে? এবার অনেক কিছু সামনা সামনি দেখা যাবে। ৬৫০টি কোম্পানি ৩ হাজার ২০০ বুথ। যে দুইটি লাগোয়া সেন্টারে কনফারেন্স হবে সেটার এয়ারকন্ডিশনারগুলো মোটেই কাজের নয়। আর হবে জুনের তপ্ত গরমে।...
Categories
যা পড়ছি, যা দেখছি