ই-উদ্যোক্তা হাটের উদ্যোক্তা-৫ : তানিয়া হকের নন্দন কুটির
আজ মনে হয় তানিয়াদের দিন। সকালে লিখেছি তানিয়া ওয়াহাবের কথা। এখন মুগ্ধ হচ্ছি “ নন্দন কুটির”-এর গল্প। ১৯৯৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তানিয়ার পড়াশোনা, পড়াশোনার খরচের জন্য টিউশনি ছাপিয়ে ওর কাজ। নিজ হাতে হ্যান্ড মেইড পেপার দিয়ে কার্ড তৈরি ও বিক্রি করা। বিভিন্ন মেলায়, একুশে ফেব্রুয়ারী, ১লা বৈশাখ, ১৬ই ডিসেম্বর ইত্যাদি। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে...