কোন লকার খোলা থাকবে?
প্রাথমিক গণিতের ধারণাগুলো আমাদের বাচ্চারা যতো না ধারণাগতভাবে পায়, তার চেয়ে বেশি পায় পদ্ধতিগতভাবে। আমারাও লসাগু আর গসাগু সহজেই বের করে ফেলতে পারতাম। কিন্তু ব্যাপারটা ঠিক মতো বুঝতাম না। কারণ ‘ব্যাপার’টা কখনো ক্লাশে বলা হতো না। বলা হতো এবং মাইর দিয়ে শেখানো হতো কীভাবে গসাগু বা লসাগু বের করতে হয়। আর আমরা জানতাম ঘন্টার অঙ্ক...
Categories
আবজাব/ধাঁধায় মোড়ানো অঙ্ক