ফ্রিম্যান ডাইসন – দ্বিগুণ হওয়ার সংখ্যা
আমি যখন বুয়েটে পড়ি তখন আমাদের একটা আড্ডা হতো মালিবাগে সিরাজুল হোসেনদের বাসায়। সিরাজুল হোসনে এখন ডিনেট নামে একটি সংস্থার প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন। সেই আড্ডার মধ্যমনি ছিলেন স্থপতি ও চিত্রনির্মাতা মশিউদ্দিন শাকুর, বাংলাদেশের ড. কোভুর নামে খ্যাত প্রকৌশলী স্বপন বিশ্বাস, সেই সময়কার কোন দৈনিকের একমাত্র বিজ্ঞান পাতার দেখভালকারী দৈনিক সংবাদের ফরহাদ মাহমুদ প্রমূখ।...