শজনেডাঁটায় ভরে গেছে গাছটা

“কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, শজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি?” ফেব্রুয়ারি-মার্চ মাস আসলেই আবু জাফর ওবায়দুল্লাহর এই কবিতা আমার মনে পড়ে। কারণ ঐ শজনে। এ সময় ডালের মধ্যে শজনে দেওয়াটা সব বাসারই চল মনে হয়। চাঁটগাঁর ছেলে বলে ডালের বড়ির ব্যাপারটা আমাদের...

Categories আবজাব