ক্ষুধার্ত থাকো, বোকা থাকো-৯: নতুন দিনের পণ্য-১
ক্ষুধার্ত থাকো, বোকা থাকো-৮: রাজসিক প্রত্যাবর্তন-৩ সমুদ্রযাত্রায় বেড়িয়ে পড়ার জন্য ক্রিস্টোফার কলম্বাসের দরকার ছিল একটি জাহাজ বানানো। জাহাজ মানে কেবল তার খোলস নয়, পরিপূর্ণ জাহাজ। বলা হয়ে থাকে, কলম্বাস সেই সব সৌভাগ্যবানদের একজন যিনি একটা গ্রামেই খুঁজে পান তার সকল চাহিদার লোক, কার্পেন্টার, পাল তৈরির লোক, দড়ি বনানোর লোক, নোঙ্গর ঢালাই-এর লোক – সবই নাকি...