ডিজিটাল অর্থনীতির এনালগ ভিত্তি
২০০৭ বা ২০০৮ সালের কোন এক সময়ে সেই সময়কার ভারতের নতুন রাজ্য ঝাড়খন্ডে গিয়েছিলাম। ঝাড়খন্ড হলো বিহারের অংশ, সব ডাকাত-দস্যুদের উৎপাত। তো, কোন ডাকাত যখন জেল থেকে আদালতে হাজিরা দিতে আসতো তখন তার অনুসারীরা বোমা ফাটিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যেতো। অনেক চিন্তা ভাবনা করে একটা সমাধান তারা বের করলো। খুব সহজ। আদালতের সঙ্গে কারাগারের...