বইমেলার বই : দৃশ্যমান চৌকাঠের অন্তরালে
ছোটবেলায় গল্প উপন্যাস পড়ার সময় আমি মাঝেমধ্যে শেষেরটুকু কল্পনা করে নিতাম। বিশেষ করে গোয়েন্দা গল্প দিয়ে হাতে খড়ি বলে এমনটা ভাবতে মজা পেতাম। শুরুর দিকে ঠিক হতো না। কিন্তু যতোদিনে গোগোল, সন্তু, সন্ধ্যা শশী বন্ধু আর ব্যোমকেশকে চিনে ফেলেছি ততোদিনে ভালই ধরতে পারতাম। তবে, বাদশাহী আংটি আর জয় বাবা ফেলুনাথের মতো বোকা আর কখনো হইনি।...