শুনতে পাচ্ছো তো?
এই ৭০০ কোটি দেশের পৃথিবী নামক গ্রহটির নানান ব্যারাম। উত্তরের দেশগুলো নানানভাবে দক্ষিণের ওপর আধিপত্য বিস্তার করে। আগামীতেও হয়তো করবে। তবে, মজার ব্যাপার হল উত্তরের দেশগুলোকে নানান ভাবে দক্ষিণের দেশগুলোর ওপরই নির্ভর করতে হয়। সেটা তাদের জন্য মেধা পাওয়ার বিষয় হোক কিংবা তাদের অস্ত্র বেঁচা হোক। সে কারনে নানানভাবে উত্তরের দেশগুলো আমাদের ওপর ছড়ি ঘোরানোর...