মাঠে যখন বদলায় ধান
[বাংলার ঐতিহ্য হাজার জাতের ধান। এর বেশির ভাগই বিকশিত হয়েছে প্রকৃতিতে, মাঠে। বাংলার কৃষকবিজ্ঞানীর হাতে পরিবর্তিত হয়েছে ধান, বদলে গেছে। আধুনিক বিজ্ঞানের ব্রিডিং, জিন-প্রকৌশল এবং হালের এপিজেনেটিক্স এই বদলে যাওয়ায় এনেছে নতুন আলোড়ন। ল্যাবরেটরির বদ্ধ গণ্ডি থেকে ধানের বিজ্ঞানকে বাংলার কৃষকবিজ্ঞানীদের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। মৌলভীবাজার জেলার হাজীপুর গ্রামে মাঠে...