২০০৫ সালের ১২ জুন : ক্ষুধার্ত থাকো, বোকা থাকো

Spread the love

১৯ বছর ২ দিন আগে, ২০০৫ সালের ১২ জুন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কমেন্সমেন্ট সিরোমনিতে স্টিভ জবস একটা বক্তৃতা দেন। সম্ভবত কোন গ্র্যাজুয়েশন সিরোমনিতে দেওয়া বক্তৃতাগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি সাইটেড ও আলোচিত।

এপলের সহ-প্রতিষ্ঠাতা ও সেই সমযকার সিইও সে বক্তৃতায় অনেকগুলো “উপদেশ” দেন নতুন গ্র্যাজুয়েটদের। ১৯ বছর পর নতুন করে ঐ বক্তৃতা শুনে মনে হচ্ছে কয়েকটা দিক আলাপ করলে সমস্যা নাই। ভাল কথা ২০০৪ সালেই কিন্তু জবসের ক্যান্সার ধরা পরে এবং ২০১১ সালে তিনি মারা যান মাত্র ৫৬ বছর বয়সে। ইতিহাসের ব্যাটনের কথা মনে করতে চাইলে ভাবতে পারেন ১৯৫৫ সালে যে বছরে প্রিন্সটনে আইনস্টাইনের মৃত্যু সে বছরই বিল আর জবসের জন্ম। এ যেন যে বছরে গ্যালিলিওর মৃত্যু সে বছরে নিউটনের জন্মের ঘটনা।

জবসের বক্তৃতাটা পরে “স্টে হাংরি, স্টে ফুলিশ’ নামে সারা বিশ্বে ছড়িয়ে পরে যদিও ঐ কোটেশনের মালিক তিনি নন। ঐ বক্তৃতার প্রায় প্রতিটি লাইনই বারবার পড়ার মতো। ওথানে তিনি নিজের জীবনের তিনটা গল্প বলেন।

 

 

কানেকটিং দ্যা ডট

যখন কোন এ্কটা কাজ, সম্ভাবনা সামনে আসে সেটা করে ফেলা যায়। ভবিষ্যতে কী কাজে লাগবে সেটা না ভাবলেও হয়। জবস তার ভার্সিটি ড্রপ আউটের কথা বলতে গিয়ে বলেন যে ভার্সিটি পড়ে কী লাভ হবে সেটা তিনি বুঝতে পারেন নাই। তাই নিজের সাবজেক্ট থেকে ড্রপ করে পছন্দের কয়েকটা ক্লাশ করতে শুরু করেন। এর একটা ছিল টাইপোগ্রাফি। পরে ম্যাকিন্টোসের সময় এই ক্লাশটা তার অনেক কাজে লেগেছে। তখন তিনি টের পেয়েছেন পেছনের ডট গুলোকে কেবল লাইনে ফেলা যায়।

“You have to trust that the dots will somehow connect in your future,” Jobs said. “You have to trust in something — your gut, destiny, life, karma, whatever.”

ভালবাসার কাজ খুঁজে নাও

জবস আর ওজনিয়াক ১০ বছরে গ্যারাজ থেকে এপলকে ২ বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত করেন। কিন্তু ৩০ বছর বয়সে জবসকে এপল ছাড়তে হয়। পরের ১০ বছর তিনি নতুন দুইট কোম্পানি তৈরি করেন এবং প্রেমে পড়েন। এর একটিকে এপল কিনে নেয় এবং জবসের রাজষিক প্রত্যাবর্তন হয় এপলে।

“Sometimes life is going to hit you in the head with a brick. Don’t lose faith,” Jobs said. “I’m convinced that the only thing that kept me going was that I loved what I did. You’ve got to find what you love. And that is as true for your work as it is for your lovers.”

If you haven’t found what you love yet, Jobs said, “Don’t settle.”

“As with all matters of the heart, you’ll know when you find it.”

 

জন্মিলে মরিতে হইবে

ক্যান্সারের সঙ্গে বসবাসের কথা গিয়ে জবস তার জীবনের ফিলসফি তুলে ধরনে। তিনি বলেন – এমনভাবে বাঁচতে হবে যেন মনে হয় আজকেই আমার জীবনের শেষ দিন।

“Remembering that you are going to die is the best way I know to avoid the trap of thinking you have something to lose,” Jobs said. “You are already naked. There is no reason not to follow your heart.”

নিজেকে নিজের জীবন যাপন করতে হবে। অন্যের জীবন নয়।

“Your time is limited, so don’t waste it living someone else’s life,” Jobs said, adding, “Don’t let the noise of others’ opinions drown out your own inner voice. And most important, have the courage to follow your heart and intuition.”

এখান থেকে বক্তৃতাটা শুনতে পারেন –

 

এ বক্তৃতার অনেক অনুবাদ হয়েছে। এর মধ্যে Simu Naser -এর করা অনুবাদটা আমার সবিশেষ পছন্দ। সেটি এখান থেকে পড়া যাবে।

জবসকে নিয়ে আমি একটা সিরিজ লিখতে শুরু করেছিলাম যেটা কিনা শেষ হয় নাই।  সেটা শেষ করা যায় কিনা সেটা ভাবছি।

 

Leave a Reply