সাফল্যের জন্য লক্ষ্যটাই আসল, বাজারটা নয়

Spread the love

আমেরিকার মত দেশে শাদী ডট কম বা ডেটিং ডট কম টাইপের জয় জয়কার হবে এটাই স্বাভাবিক। কারণ হাজার খানেকের সঙ্গে দেখা সাক্ষাৎ বাদে নিজের লোককে খুঁজে পাওয়ার মত সময় সেখানে কই? কাজে মিলিনিয়াম ম্যাচ মেকিং-এর সাইট, এপস কিংবা সেরকম নানান আয়োজনের কোন কমতি সেখানে নাই। তবে, খুব ভালমত খেয়াল করলে বোঝা যায়, এগুলোর বেশিরভাগ (ঠিক করে বললে প্রয় সব)ই হল পুরুষের চোখ দিয়ে বানানো। মানে সেখানে পুরুষ “সুন্দরী, ঘরের কাজ করবে, বাচ্চা সামলাবে, আমার অফিসও সামলাবে” টাইপের সঙ্গী খোঁজায় ব্যস্ত। আমাদের দেশের মত সেখানেও অনেক মেয়ে নিজের আর্থিক নিরাপত্তার জন্য “স্বামী” খোঁজে। ফলে, যে মেয়েরা স্বাধীনচেতা, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবে, নিজেকে সঙ্গীর মত গুরুত্বপূর্ণভাবে তাদের কপালে সে অর্থ বর জোটে না কিংবা জুটলেও সেটি পারফেক্ট ম্যাচ হয় না।
এমন একটা অবস্থায় এক বছর আগে আমান্দা যখন দ্যা লীগ নামের এটা নতুন ডেটিং এপস চালু করে। অনেকেই তখন ভেবেছিল “স্বাধীনচেতা, ক্যারিয়ারিস্ট মেয়েদের” এই নেটওয়ার্কটা ঠিকতে পারবে না। তবে, এটা ঠিকই টিকে আছে। আছে না ভালভাবেই এগুচ্ছে।
আগামী মাসে লীগের বয়স হবে এক বছর আর আামন্দার হবে ৩১! কার্নেগি মেলনের এই এমবিএ অনকে কিছুই করছে তার স্টার্টআপটিকে এগিয়ে নেওয়ার জন্য। তার পর্যবেক্ষণের নমুনা –

০   ৫০% বিয়ে প্রত্যাশী পুরুষ মনে করে তার সঙ্গীর ক্যারিয়ার চিন্তা হবে তার চেয়ে কম অগ্রাধিকারের (কিন্তু তিনি সম-অধিকারে বিশ্বাস করেন)
০ ৭০%ই মনে করেন বাচ্চা সামলানোর মূল কাজটা মা’ই সামলাবে (যদিও তারা সমান রেসপন্সিবিলিটির লোক!)

কাজে ব্যবসার ক্ষেত্র হিসাবে আমন্দা বেছে নিয়েচে স্বাধীনচেতা মেয়েদের জন্য পারফেক্ট সঙ্গী খোঁজার কাজ। কারণ সেরিল স্যান্ডবার্গের ঐ কথাটা তার খুব মনে ধরছে

‘T he most important career choice you’ll make is who you marry. When it comes time to settle down, find someone who wants an equal partner.’   – Sheryl Sandberg

তো, মিডিয়া আক্রমনের মুখে নিশ্চুপ থাকা আমান্দা আজ লিংকডইনে একটি পোস্ট প্রকাশ করেছে।

এই লেখাটি আমাদের দেশের হবু উদ্যোক্তা এবং যারা পথে নেমে পড়েছে তাদের সবারই পড়া দরকার।
সহজ ইংরেজিতে লেখা বলে আমি আর সামারি করলাম না।

সবার জন্য শুভ কামনা।

 

Leave a Reply